ডাকাত সন্দেহে পাঁচজনকে আটক করে গণপিটুনি
নীলফামারীতে ডাকাত সন্দেহে পাঁচজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ বুধবার ভোর রাতে জেলার সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের বিরোধীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন সৈয়দপুরের পাকাধরা হাজারীহাট এলাকার আবদুল মালেক (২৬), মোস্তাকিম (১৮), দিনাজপুরের কাহারোল উপজেলার জগন্নাথপুর গ্রামের জাহিনুর রহমান (২৩), দিনাজপুর শহরের মোল্লাপাড়ার লুৎফর রহমান (২১) ও আলিফ (১৯)।
এলাকাবাসী জানায়, সৈয়দপুরের বিরোধীডাঙ্গা এলাকায় প্রায় রাতেই সড়কে ডাকাতি হয়। আজ বুধবার ভোর রাতে হাজারীহাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জিল্লুর রহমান নামের এক ব্যক্তি। তিনি বিরোধীডাঙ্গা এলাকায় এলে একদল ডাকাত তাঁর মোটরসাইকেল লক্ষ্য করে দূর থেকে টর্চ লাইটের আলো জ্বালাতে থাকেন। ঘটনা টের পেয়ে জিল্লুর রহমান উল্টো পথে বাড়ি ফিরেন। এরপর এলাকার লোকজন নিয়ে ডাকাতদের ঘিরে ফেলেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পাঁচ ডাকাতকে আটক করেন তাঁরা। ডাকাতদের কাছে এ সময় পাঁচটি ধারালো ছুরিসহ দেশীয় অস্ত্র পাওয়া যায়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ডাকাত সন্দেহে পাঁচজনকে আটক করে এলাকাবাসী থানায় সোপর্দ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।