চট্টগ্রামে ৩০টি দোকান ভাঙচুর, ব্যবসায়ীদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!

চট্টগ্রামে জিইসি মোড়ে ৩০টি দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ  বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার প্রতিবাদে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে ব্যবসায়ীরা।

প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে এক ঘণ্টা পর অবরোধ তুলে নিলেও এ ঘটনায় নগরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে বিপণিবিতানসহ ৩০টি দোকান ভাঙচুর করে। এ সময় কেনাকাটা করতে আসা তিনটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন রোবেল বলেন, এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে জিইসি মোড়ে সমাবেশ করে। পুলিশের আশ্বাসে সড়কের ব্যারিকেড তুলে নিয়েছি।