‘মানবসেতুতে’ হাঁটা হাইমচরের উপজেলা চেয়ারম্যান জামিন পেলেন

Looks like you've blocked notifications!

চাঁদপুরে শিক্ষার্থীদের পিঠের উপর দিয়ে হেঁটে যাওয়ার মামলায় হাইমচরের উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন।  

আজ বুধবার বিকেলে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ উপজেলা চেয়ারম্যানকে জামিন দেন।

এর আগে দুপুরে নূর হোসেন পাটওয়ারী চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় আদালতে নূর হোসেনের পক্ষে-বিপক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে বিকেলে আদালত নূর হোসেনকে জামিন দেন।

চাঁদপুর আদালতের পরিদর্শক মো. হুমায়ুন কবির জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীকে অস্থায়ী ভিত্তিতে জামিন দেওয়া হয়েছে।

উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে গত ৩০ জানুয়ারি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের শরীর দিয়ে ‘মানবসেতু’ তৈরি করা হয়। উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী শিক্ষার্থী শরীরের উপর দিয়ে হেঁটে যান।

এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবক মো. আব্দুল কাদের বাদী হয়ে নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারীসহ পাঁচজনকে অভিযুক্ত করে চাঁদপুরের হাইমচর থানায় মামলা করেন।