ঝিনাইদহের পাঁচটি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা
ঝিনাইদহ সদর উপজেলার পাঁচটি ইউনিয়নকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এক ভিক্ষুক সমাবেশে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. মনিরুজ্জামান, প্রবীণ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন।
এ সময় ১২০ জন নারী ও পুরুষ ভিক্ষুকের হাতে দুই হাজার টাকা, মুরগি ও ছাগল তুলে দেন জেলা প্রশাসক।
খুলনা বিভাগকে ভিক্ষুক মুক্ত করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকে সব বয়সের নারী ও পুরুষ শারীরিক প্রতিবন্ধীরা যোগ দেন। ভিক্ষাবৃত্তি পরিহার করে নতুন করে জীবনধারনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার অঙ্গীকার করেন তাঁরা।
ঝিনাইদহ জেলা প্রশাসন থেকে জানানো হয়, শিগগিরই পুনর্বাসনের মাধ্যমে ঝিনাইদহ জেলাকে ভিক্ষুকমুক্ত করা হবে। এর জন্য সরকারের উচ্চমহল থেকে ইতিবাচক সাড়া মিলেছে।