‘সাক্কু সাহেবের অভিযোগ কন্ট্রোল রুমে আসেনি’

Looks like you've blocked notifications!
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল। ছবি : এনটিভি

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেছেন, বিএনপির মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কুর কোনো অভিযোগ তাঁদের নিয়ন্ত্রণকক্ষে আসেনি।

আজ বৃহস্পতিবার কেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে বাধা দেওয়া নিয়ে সাক্কুর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন রকিব উদ্দিন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘কেউ যদি কোনোরকম অভিযোগ দেয়, সে ক্ষেত্রে আমরা অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। তবে সাক্কু সাহেবের এই অভিযোগটা আমাদের কন্ট্রোল রুমে আসেনি।’

‘প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের সঙ্গে এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছি। কোনো সমস্যা নাই। নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’

এর আগে কুসিক নির্বাচনের দুটি ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।

সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ১২ নম্বর ওয়ার্ডের হোচ্ছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সাক্কু। এ সময় তিনি সাংবাদিকদের অভিযোগ করে বলেন, ‘দুটি কেন্দ্রে আমার প্রতিনিধিদের ঢুকতে দেয় নাই। আমি নিজে পুলিশকে সঙ্গে নিয়া ঢুকাই দিয়া আইছি।’