রায়পুরা বিএনপিতে টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ
টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ করেছেন নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার দুপুরে রায়পুরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এ সময় বিক্ষুব্ধরা নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রায়পুরা ছাত্রদলের সাধারণ সম্পাদক দীপক দত্ত। তিনি অভিযোগ করেন, ‘উপজেলা বিএনপির যে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, তাতে অযোগ্য-অদক্ষ এমনকি কোনোদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত নয়, এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে। রাজপথে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন, দলের সেসব ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে টাকার বিনিময়ে পদ বিক্রি করা হয়েছে।’
এই কমিটি দলের জন্য কোনো রকমের সুফল বয়ে আনবে না উল্লেখ করে এই কমিটি বাতিল করে পুনরায় দলের ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠন করার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আব্দুল বাছেদ, আবু বক্কর সিদ্দিক, আবুল কাশেম, হুমায়ুন কবির, মুসা মিয়া, আসাদ মিয়া, নুর আহম্মেদ, সোহেল আহম্মেদসহ উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।