অ্যাটকো সভাপতি মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে ছাতকে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে সুনামগঞ্জের ছাতকে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ছাতক প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে ছাতক প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ব্যবসায়ী গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, সাংবাদিক আবদুল আলীম, মদন মোহন কলেজের শিক্ষার্থী জালাল উদ্দিন ইউসুফ, সংস্কৃতিকর্মী সনি চন্দসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা মোসাদ্দেক আলীকে গ্রেপ্তার ও রিমান্ডের তীব্র নিন্দা জানান। তাঁরা বলেন, একজন মিডিয়া ব্যক্তিত্বকে কোনো ধরনের প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করে নির্যাতন করা হচ্ছে। বক্তারা মোসাদ্দেক আলীর বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তির দাবি জানান।