‘উত্ত্যক্তকারী’ ছাত্রকে শাসন, মাদ্রাসা শিক্ষককে পেটালেন বাবা

Looks like you've blocked notifications!
জয়পুরহাটের পাঁচবিবিতে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে আহত করার প্রতিবাদে গতকাল সকালে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদ্রাসার এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় ছাত্রকে শাসন করায় এক শিক্ষককে পিটিয়ে আহত করা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিধইল এএম দাখিল মাদ্রাসা মাঠে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।  

মানববন্ধন থেকে ওই ছাত্রের অভিভাবক ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিধইল মাদ্রাসায় সপ্তম শ্রেণির এক ছাত্র প্রতিনিয়ত বিভিন্নভাবে ছাত্রীদের উত্ত্যক্ত করত। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক ইউনুস আলী (৪৪) ওই ছাত্রকে ডেকে সতর্ক করে দেন। এতে সে ক্ষিপ্ত হয়।

গত ৩০ মার্চ সকালে ওই ছাত্রের বাবা ইসমাইল হোসেন তাঁর লোকজনসহ মাদ্রাসার গেটে শিক্ষক ইউনুস আলীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ওই শিক্ষককে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে শিধইল এএম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আজিজার রহমান বলেন, পেটানোর ঘটনায় শুক্রবার রাতে পাঁচবিবি থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কিরণ রায় বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।