দুই বাহিনীর প্রধানের সঙ্গে ভারতের সেনাপ্রধানের সাক্ষাৎ

Looks like you've blocked notifications!
ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত আজ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর তিন শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি : এনটিভি

নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত।

আজ রোববার সকালে চার সদস্যের প্রতিনিধিকে সঙ্গে নিয়ে সামরিক কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন বিপিন।

বনানীর নৌ-সদর দপ্তরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সেনাপ্রধান। এ সময় তাঁরা দুই দেশের সামরিক সদস্যদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর মতবিনিময় করেন। তাঁরা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

নৌবাহিনীর প্রধান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর সেনাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এর পর সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ  করেন ভারতীয় সেনাপ্রধান।

সব শেষে বিমানবাহিনীর সদর দপ্তরে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এশরারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সেনাপ্রধান। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।