সন্দ্বীপে ট্রলারডুবি, নিখোঁজ ২৫

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটে আজ রোববার সন্ধ্যায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ছবি : এনটিভি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া ঘাটে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে ২৫ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে গুপ্তছড়া ঘাটে আসার পর যাত্রীরা নামার সময় প্রচণ্ড স্রোতে ট্রলারটি উল্টে যায়। পরে সাঁতরে ১২ জন তীরে উঠে। 

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম জানান, ডুবে যাওয়া ট্রলারটি তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

উদ্ধার হওয়া যাত্রী সাখাওয়াত হোসেন জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একটি প্রশিক্ষণে অংশ নিতে চট্টগ্রাম গিয়েছিলেন। ফেরার পথে তারা ট্রলার দুর্ঘটনায় পড়েন। নিখোঁজদের মধ্যে বেশির ভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ট্রলারে প্রায় ৪০ জন যাত্রী ছিল। 

দুর্ঘটনার পর উদ্ধার কাজে নেমেছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রা।