বনানীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Looks like you've blocked notifications!

রাজধানীর বনানীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর তিনজন। আজ ভোর সাড়ে ৫টার দিকে একটি মুরগি ও একটি বালুভর্তি ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আরিফ, মিজানুর ও শামীম। তাঁদের বয়স ২০-২৫ বছরের মধ্যে হবে বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, আজ ভোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন গুরুতর আহত হন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহত আশিক, সেলিম ও একদিলকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

এসআই আতাউর রহমান আরো জানান, দুর্ঘটনায় দুটি ট্রাকের সামনের অংশই দুমড়েমুচড়ে গেছে। ট্রাক দুটি বনানী পুলিশ ফাঁড়ির সামনে রাখা হয়েছে।