উচ্চাঙ্গ সংগীতশিল্পী লিও জে বাড়ৈ আর নেই
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের উচ্চাঙ্গ সংগীতশিল্পী লিও জে বাড়ৈ আর নেই।
হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আনন্দপুর সিটিলেন এলাকায় নিজ বাড়িতে লিওর মৃত্যু হয়।
লিও জে বাড়ৈর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওই শিল্পীর স্ত্রী স্বপ্না বাড়ৈ জানান, বিকেলে তাঁর স্বামী নিজ বাড়িতে ব্যক্তিগত কাজ করার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পরে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কয়েকজন স্বজন জানান, আগামীকাল বৃহস্পতিবার সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য লিওর মরদেহ সাভার উপজেলা চত্বরে রাখা হবে।
উচ্চাঙ্গ সংগীতশিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাভারের সংসদ সদস্য (এমপি) ডা. এনামুর রহমান। খবর পেয়ে তাঁকে দেখতে বাসায় ছুটে যান সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর।