বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ১
কুড়িগ্রামের সদর উপজেলায় এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন দুজন। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের ভাতিজাকে আটক করেছে। আজ শুক্রবার উপজেলার চর কুড়িগ্রাম গ্রামের চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম (৫৫) ওই গ্রামের বাসিন্দা। আটক শাহজাহান আলী ওরফে জানুর (৩৫) বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশিদুল করিম মুহা. ইসতেশাম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে শাহজাহান হাতে থাকা লাঠি দিয়ে মা আঞ্জুয়ারা বেগম ও বড় চাচি রাবেয়া বেগমের মাথায় এলোপাতাড়িভাবে মারতে থাকেন। এ সময় বাবা উমেদ আলী বাধা দিতে গেলে তাঁকেও মারপিট করা হয়।
আহত অবস্থায় তিনজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক রাবেয়া বেগমকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, গ্রামবাসীর সহায়তায় শাহজাহান আলীকে পুলিশ গ্রেপ্তার করে।