মুক্তিযোদ্ধা সংসদ ভবনে কমান্ডারের লাশ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে কমান্ডার রশিদুন্নবী ফেবিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে কার্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে উপজেলা কমান্ডার রশিদুন্নবী ফেবিনের লাশ উদ্ধার করা হয় বলে জানান বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
পুলিশ জানায়, কার্যালয়ের পিয়ন সাবেরা বেগম সকালে এসে অফিস খোলেন। তার পর ভবনের তৃতীয় তলায় কমান্ডার রশিদুন্নবীর ঝুলন্ত লাশ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদকে জানান।
পরে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি মনিরুল ইসলাম জানান, কমান্ডার রশিদুন্নবী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।