চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র-গুলিসহ তিন ‘অস্ত্র ব্যবসায়ী’ আটক

Looks like you've blocked notifications!

চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্র-গুলিসহ তিন ‘অস্ত্র ব্যবসায়ীকে’ আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার সরকারি আদিনা ফজলুল হক কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৪৫টি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলেও দাবি পুলিশের।

আটক ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপী গ্রামের আব্দুল্লাহ কাফী (২১), শহীদ হাসান রুবেল (১৯) ও শামীম রেজা (২৭)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে আদিনা ফজলুল হক কলেজের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পিস্তল, ৪৫টি গুলি ও দুইটি ম্যাগাজিনসহ হাতেনাতে আটক করা হয় তিন ‘অস্ত্র ব্যবসায়ী’কে।

এর আগে শুক্রবার রাতে একই উপজেলার তারাপুর এলাকা থেকে আরো একজনকে অস্ত্রসহ আটক করা হয় বলে জানান ওসি। সেদিন রাত সাড়ে ১০টার দিকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের তারাপুর বাজার থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি ম্যাগাজিনসহ তারাপুর গ্রামের মাহবুব আলমকে আটক করে পুলিশ।

এ দুটি ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।