ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

মৃত রোগী রেখে পালালেন চিকিৎসক, নার্স

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া শহরের দি ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীর মৃত্যুর পর ফাঁকা স্বাস্থ্যকেন্দ্রটি। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। ঘটনার পর হাসপাতাল ছেড়ে পালিয়ে গেছেন চিকিৎসকসহ সংশ্লিষ্টরা।

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ দীঘির পূর্ব পাড়ে অবস্থিত দি ন্যাশনাল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি মো. নাছির মিয়া শহরের উত্তর পৌরতলা মহল্লার রুহুমদ্দিনের ছেলে।

নাছির মিয়ার ছেলে জাকির হোসেন এনটিভি অনলাইনকে জানান, পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাত ৮টার দিকে তাঁর বাবা নাছির মিয়াকে ওই হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের সংশ্লিষ্টরা অস্ত্রোপচার করতে হবে বলে জানান। পরে রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যান। সেখানে তাঁর মৃত্যু হলে নাছির মিয়াকে শয্যায় রেখে চিকিৎসক, সেবিকাসহ হাসপাতালের সংশ্লিষ্টরা পালিয়ে যান। 

এদিকে চিকিৎসক, সেবিকাসহ সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন হাসপাতালের অন্য রোগীরা। আতঙ্কিত হয়ে রাতেই হাসপাতাল ছেড়ে চলে গেছেন অনেকে।

উত্তেজিত লোকজন হাসপাতালে ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।