আগামী ফসল ওঠা পর্যন্ত হাওরবাসীর পাশে থাকবে সরকার
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অকালবন্যায় ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের হাওরবাসীর উদ্দেশে বলেছেন, হাওরের লোকজনকে যত ধরনের সাহায্য সহযোগিতা করা দরকার, সরকার তা করবে। আগামী বোরো ফসল ওঠার আগ পর্যন্ত, সরকার তাদের পাশে থাকবে।
হাওর এলাকাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা করতে স্থানীয় সংসদ সদস্যের দাবি প্রসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, ‘তা আর প্রয়োজন হবে না। আপনাদের যতদিন পর্যন্ত কষ্ট লাঘব না হবে, আপনাদের ঘরে যতদিন ধান না উঠবে, ততদিন পর্যন্ত খাওয়ার ব্যবস্থা আমরা করব।’
মন্ত্রী আজ মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত স্পিডবোটে করে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের আতপাশা এবং ইটনা উপজেলার জয়সিদ্ধি ও মৃগা গ্রামের হাওরে অকালবন্যায় চরম ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা পরিদর্শন করেন।
অসময়ে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সম্প্রতি জেলার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার প্রায় ২৫ হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে যায়। বছরের একমাত্র ফসল বোরো ধান তলিয়ে যাওয়ায় এসব এলাকার লাখ লাখ কৃষক বিপর্যয়ে পড়েছেন।
বেলা আড়াইটার দিকে আতপাশা পরিদর্শনের পর স্থানীয় আতপাশা আবদুল গনি ভূইয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন ও তাদের সান্ত্বনা দেন ত্রাণমন্ত্রী। এ সময় তিনি বলেন, কিশোরগঞ্জে অকালবন্যা ও পাহাড়ি ঢলে ফসলের যে ক্ষতি হয়েছে, তাতে দেশে খাদ্য ঘাটতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এ দুর্যোগ ক্ষণিকের, তা দ্রুত কাটিয়ে উঠবে এখানকার মানুষ।
মন্ত্রী আরো বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য তাঁর মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক ২৫০ মেট্রিন টন চাল ও ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পরে সেখানে ১০৭ জন ক্ষতিগ্রস্ত কৃষকের হাতে ২০ কেজি করে চাল তুলে দেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
এর আগে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে এলাকার মানুষের জন্য যথাসম্ভব সব ধরনের সহায়তা প্রদানের জন্য মন্ত্রীর প্রতি অনুরোধ করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।