জয়পুরহাটে একটি ইউপিতে আ. লীগ, অন্যটিতে বিদ্রোহী

Looks like you've blocked notifications!

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে একটিতে আওয়ামী লীগ ও অন্যটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। আজ রোববার ভোটগ্রহণ করা হয়।

দুই ইউনিয়নের মধ্যে  বড়তারা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী  বোরহান উদ্দিন ও তুলশীগঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হাইকুল ইসলাম লেবু জয়ী হয়েছেন।

ক্ষেতলাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রাথী বোরহান উদ্দিন পাঁচ হাজার ২০৮ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৪হাজার ৭৪৫ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল বারিক।

তুলশীগঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাইকুল ইসলাম লেবু তিন হাজার ৪ ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিন হাজার ১৫০ ভোট পেয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আওয়ামী লীগের জিল্লুর রহমান ।