টেকনাফে ইয়াবাসহ তিন নারী আটক

কক্সবাজারের টেকনাফে ৫০ হাজার ইয়াবা উদ্ধারসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ পৌরসভার নাজিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক নারীরা হলেন রফিতা বেগম (২০), তাসলিমা বেগম (১৮) ও নাজিরপাড়ার নাছিমা আক্তার (২০)। এঁদের মধ্যে রফিতা ও তাসলিমা রোহিঙ্গা বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, আটক তিন নারীর কাছ থেকে ইয়াবা ও এক লাখ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আর জব্দ করা ইয়াবার মূল্য দেড় কোটি টাকারও বেশি।
সংশ্লিষ্ট আইনে মামলা করে আজ সোমবার সকালে আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।