সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী

সুন্দরবনের জন্য বরাদ্দ না বাড়ালে কোনো প্রতিরক্ষা টিকবে না

Looks like you've blocked notifications!
মোংলার পশুর নদীর ভাঙন ও দূষণ থেকে বাণীশান্তা বাজার এবং নদীর দুইপাশের অধিবাসীদের রক্ষার দাবিতে খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা বাজারে আয়োজিত সমাবেশে রাশেদা কে চৌধুরী। ছবি : এনটিভি

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার সহসভাপতি রাশেদা কে চৌধুরী বলেছেন, সামরিক খাতে প্রতি বছর বরাদ্দ বাড়ানো হচ্ছে। সুন্দরবন ও উপকূলীয় মানুষের জন্য যদি বরাদ্দ না বাড়ানো হয় তাহলে কোনো প্রতিরক্ষা শেষ পর্যন্ত টিকবে না।

মোংলার পশুর নদের ভাঙন ও দূষণ থেকে বাণীশান্তা বাজার এবং নদীর দুইপাশের অধিবাসীদের রক্ষার দাবিতে গতকাল সোমবার বিকেলে খুলনার দাকোপ উপজেলার বাণীশান্তা বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় রাশেদা কে চৌধুরী এসব কথা বলেন।

রাশেদা কে চৌধুরী আরো বলেন, ‘বর্তমান সরকার সুন্দরবন রক্ষায় অনেক আইন করেছে। এ আইন ও নীতিমালা অগ্রাহ্য করে সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্প কলকারখানা গড়ে উঠছে। এটা নিয়ে আমরা শঙ্কিত। সুন্দরবন আমাদের বিশাল সম্পদ যে সম্পদ অনাদি, অনন্ত নেই। সে সম্পদকে আমরা মনুষ্য সৃষ্ট কিছু ভুলের কারণে যদি ধ্বংস করে ফেলি এর চেয়ে পরিতাপের বিষয় আর কিছু হতে পারে না।’

বাপার সহসভাপতি বলেন, ‘সুন্দরবনকে রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন করতে হবে। উন্নয়নের বিকল্প নেই, সুন্দরবনেরও বিকল্প নেই। নীতিমালা অগ্রাহ্য করে কোনো শিল্প কলকারখানা হতে পারে না।’

পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপারস বাংলাদেশ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল, বাণীশান্তা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুদেব কুমার রায় ও পশুর রিভার ওয়াটারকিপার নূর আলম শেখ।

সমাবেশে নদী ভাঙনের শিকার বাণীশান্তা গ্রামের শত শত নারী-পুরুষ ভাঙনের হাত থেকে রক্ষার জন্য সরকারের কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।