রাজবাড়ীতে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন

‘অসাম্প্রদায়িক বাংলাদেশের বিরুদ্ধে কিছুই মানি না’ স্লোগানকে প্রতিপাদ্য ধরে রাজবাড়ীতে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সংগঠনটির জেলা শাখার উদ্যোগে আজ বুধবার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদরের রেল গেটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।
মানববন্ধনে জোটের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি অসীম কুমার পাল,জেলার ওয়াকার্স পার্টির সভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টু, নারী নেত্রী ও আইনজীবী সুফিয়া খান রেখা, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ।
মানববন্ধনে কয়েকজন বক্তা বলেন, বাংলাদেশে কখনো সাম্প্রদায়িক শক্তিকে মাথাচড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। যেকোনো উপায়ে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলতে হবে। এর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণের বিষয়ে সরকারের সম্মতির তীব্র নিন্দা জানান।
মানববন্ধন শেষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাদদেশে জাগরণের গান ও পথনাটক ‘রুখে দাঁড়াও’ প্রদর্শন করা হয়।