সাঁকো নিয়ে সংঘর্ষে নিহত ১

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মসজিদে আসা-যাওয়ার জন্য সাঁকো নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলার বসিয়াখাউরি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আরজু মিয়া ওই গ্রামেরই বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের খাঁ গোষ্ঠী ও শেখ গোষ্ঠীর লোকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। আজ দুপুরে মসজিদে আসা-যাওয়ার সড়কে শেখ গোষ্ঠীর লোকজন সাঁকো নির্মাণ করতে গেলে খাঁ গোষ্ঠীর লোকজন তাতে বাধা দেয়।
এর জের ধরে পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই শেখ গোষ্ঠীর আরজু মিয়া নিহত হন।
গুরুতর আহত আবুল কালাম নামের একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, পূর্ববিরোধ ও মসজিদের সাঁকো নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।