নীলফামারীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
নীলফামারীর ডিমলা উপজেলায় আজ সোমবার দুপুরে পুকুরে পড়ে ইসমাইল হোসাইন নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ডিমলার দোহলপাড়ার ওলিয়ার রহমানের ছেলে।
এলাকাবাসী জানায়, আজ দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকায় ইসমাইল সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়িতে সবাই আসার পর ইসমাইলকে না পেয়ে খোঁজ করতে থাকে। এরই মধ্যে দুপুরের পরে বাড়ির পাশের পুকুরে ইসমাইলের লাশ ভেসে উঠলে তা উদ্ধার করে এলাকাবাসী।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।