প্রতিবন্ধী আবদুল্লাহ তরুন নিখোঁজ
গত ২১ এপ্রিল রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান থেকে নিখোঁজ হয়েছেন আব্দুল্লাহ তরুন। চল্লিশ বছর বয়সী প্রতিবন্ধী ব্যক্তিটি ওই দিন সন্ধ্যা ৭টার দিকে বাসা থেকে বের হন, এরপর আর তিনি ফিরে আসেননি। তাঁর পরনে ছিল চেক ট্রাউজার ও সেন্ডো গেঞ্জি। তাঁর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং হালকা লম্বা, মুখে খোচা খোচা দাড়ি আছে।
নিখোঁজ ব্যক্তির বাবার নাম মৃত আব্দুল ওহাব ও মাতা ফজিলাতুন নেছা। তাঁদের বাড়ি চাঁদপুর জেলার গোবিন্দা গ্রামে।
যদি কেউ নিখোঁজ ব্যক্তির সন্ধান পান তাহলে খিলগাঁও থানা অথবা দক্ষিণ গোড়ানে ৪৭৫/২ নম্বর বাড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নিখোঁজ ব্যক্তির ভাই আবদুর রহমান এই বিষয়ে গতকাল শনিবার খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১৩১৮।