স্কুলফটকে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত, ষাটোর্ধ্ব বৃদ্ধের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
রাজধানীর মানিকনগরে এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার মামলায় রায় ঘোষণা শেষে আসামি সেলিমকে কারাগারে নিয়ে যান পুলিশ সদস্যরা। ছবি : ফোকাস বাংলা

রাজধানীর মানিকনগরে এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের মামলায় সেলিম নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজিলা ইসমাইল এ আদেশ দেন।

রায় প্রদানের সময় অভিযুক্ত বৃদ্ধ সেলিম আদালতে হাজির ছিলেন। তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আলী আজগর স্বপন এ বিষয়ে এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি জানান, উত্ত্যক্তের অভিযোগে বৃদ্ধ সেলিমকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এ ছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা দিতে ব্যর্থ হলে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, রাজধানীর মানিকনগরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ফটকের সামনে দাঁড়িয়ে বৃদ্ধ সেলিম প্রতিদিন ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বিষয়টি জানতে পেরে একদিন ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করেন।

এ ঘটনায় ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর রাজধানীর মুগদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি করেন ওই স্কুলের শিক্ষক। এর পরে ২১ সেপ্টেম্বর বৃদ্ধ সেলিমের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করা হয়।