সীমান্তে বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ

Looks like you've blocked notifications!

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী শিকারি গ্রাম থেকে সাইদুল ইসলাম নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সীমান্তে গরু আনতে যাওয়ার পর আজ সোমবার সকালে তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া গেল।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন রেজা জানান, রোববার রাত ১০টার দিকে কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী গিলাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) গুলি করে।

‘এ সময় ভোলাহাট উপজেলার শিকারি গ্রামের এরফান আলীর ছেলে সাইদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে সঙ্গীরা সীমান্ত থেকে সাইদুলের মৃতদেহ বাড়ির সামনে রেখে পালিয়ে যায়।’

ওসি আরো জানান, খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে নিহতের বাড়ির সামনে থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। সকালে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে তাঁর লাশ পাঠানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যাট কর্নেল রাশেদ আলী জানান, বিষয়টি তাঁরা জেনেছেন। নিহতের বাড়ি সীমান্ত থেকে সাড়ে চার কিলোমিটার দূরে। বাড়ির সামনে তাঁর লাশ পাওয়া গেছে। বিএসএফের গুলিতে মারা গেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।