কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
দিনাজপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ ও ২৫ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। আজ মঙ্গলবার দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আখতার উল আলম ওই রায় ঘোষণা করেন।
আসামি আরিফুল ইসলামের (২৬) বাড়ি দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামে।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম ১৩ বছর বয়সী এক মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ২০০৯ সালের ১৫ জুলাই ওই কিশোরীকে বিয়ে করতে অস্বীকার করলে সালিশ বৈঠক করা হয়। বৈঠকে বিষয়টি সুরাহা না হওয়ায় কিশোরীর বাবা ২০০৯ সালের ২ আগস্ট কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরিফুলকে আসামি করে মামলা করেন। মামলায় বাদীপক্ষের ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে আসামি দোষী সাব্যস্ত হলে বিচারক রায় ঘোষণা করেন। জরিমানার ২৫ হাজার টাকা জেল কোড অনুযায়ী আদায় করে ওই কিশোরীকে দিতে আদেশ দেওয়া হয়।
বাদীপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) দেলোয়ার হোসেন ও আসামিপক্ষে আইনজীবী মোসলেম উদ্দীন মামলা পরিচালনা করেন।