অপহরণের পর উদ্ধার শিশু সুমাইয়াকে ঢামেকে ভর্তি

Looks like you've blocked notifications!
অপহরণের পর উদ্ধার শিশু সুমাইয়াকে আজ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরোনো ছবি

রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে অপহৃত হওয়ার পর উদ্ধার শিশু সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার দুপুরে শিশুটিকে ঢামেকে নেওয়া হয়।

ওই সময় শিশুটির সঙ্গে ছিল তার পরিবার ও কামরাঙ্গীরচর থানার পুলিশ।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত শিশু সুমাইয়াকে ২৫ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণের ২৫ দিন পর শিশুটিকে উদ্ধারের বিষয়টি জানিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইব্রাহিম খান বলেন, এ ঘটনায় সিরাজ মিয়া ওরফে বাবুল ও সাবিনা আক্তার বৃষ্টি নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, আদালতের নির্দেশক্রমে শিশুটিকে ঢামেকে ভর্তি করা হয়েছে। তার ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখা হবে।

ঢামেকের একটি সূত্র জানায়, ঢামেকের পুরাতন ভবনের দ্বিতীয় তলার ২১২ নম্বর কক্ষে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে শিশুটিকে। এরপর তাকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।