হিলিতে ফেনসিডিল জব্দ, আটক ১
ভারত সীমান্ত সংলগ্ন দিনাজপুরের হিলি রেল স্টেশনের উত্তর পাশ থেকে ১২ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। আজ বুধবার সকাল ৯টায় তাঁকে আটক করা হয়।
আটক মুন্নার (৪৫) বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার পুরাতন বাবুপাড়া অফিসার্স কলোনি।
হিলি জিআরপি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাস জানান, আটক মুন্না রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য হিলি স্টেশনে অপেক্ষা করছিলেন। স্টেশনে টহল দেওয়ার সময় জিআরপি ফাঁড়ির পুলিশ সদস্যদের সন্দেহ হলে মুন্নাকে জিজ্ঞাসাবাদ করে। তখন মুন্না নিজের কাছে ১২ বোতল ফেনসিডিল রাখার কথা স্বীকার করলে তাঁকে আটক করা হয়। ফেনসিডিলের বোতলগুলো জব্দ করা হয়। এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে পার্বতীপুর জিআরপি থানায় মামলা করা হয়েছে।