ট্রাইব্যুনালের মন্তব্য

দোষী সাব্যস্ত হওয়ার আগে ‘রাজাকার’ বলা যাবে না

Looks like you've blocked notifications!

মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার আগে কোনো আসামিকে ‘রাজাকার’ বলা যাবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ রোববার মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারকৃত নওগাঁর রেজাউল করিম মন্টুসহ তিনজনকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের শুনানিকালে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই মন্তব্য করেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি বিচারপতি শাহীনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ারদী।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর আবুল কালাম ও তাপস কান্তি বল।

এ বিষয়ে তাপস কান্তি বল সাংবাদিকদের বলেন, আবেদনপত্রে আসামিদের নামের আগে ‘রাজাকার’ শব্দটি ছিল। তা দেখে ট্রাইব্যুনাল বলেছেন, কারো বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে তদন্ত প্রতিবেদনে রাজাকার শব্দটি লেখা যাবে না। তিনি বলেন, আদালত বলেছেন, কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার আগে  রাজাকার বলে সম্বোধন করা উচিত নয়।

ট্রাইব্যুনাল রেজাউল করিম মন্টুসহ ওই তিন ব্যক্তিকে ৮ ও ৯ মে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। অপর দুই আসামি হলেন ইসহাক আলী ও শহীদ মণ্ডল ।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি নওগাঁ থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন সময়ে হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের তদন্ত চলছে।