আড়াইহাজারে মন্দিরের স্বর্ণালংকার চুরি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বিজয়নগর গ্রামে শ্মশান কালীমন্দিরের তালা ভেঙে প্রতিমার স্বর্ণালংকার ও টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতের কোনো একসময় এই চুরির ঘটনা ঘটে থাকতে পারে ধারণা করছেন মন্দির সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আজ বুধবার সকালে শ্মশান ও কালীমন্দির কমিটির সভাপতি অমল দাস জানান, মঙ্গলবার সন্ধ্যায় পূজা শেষে শ্মশান কালীমন্দির তালাবদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে মন্দিরে গিয়ে দরজার তালা ভাঙা দেখা যায়। মন্দিরের ভেতরে গিয়ে দেখা যায় কালী প্রতিমার গলায় থাকা সোনার হার, নাকের নোলক, কানের ঝুমকা, পায়ের নূপুর নেই। দানবাক্স ভাঙা।
অমল দাস জানান, রাতের যেকোনো সময় চোর মন্দিরে ঢুকে এ চুরির ঘটনা ঘটায়। তিন ভরি সোনা ও টাকাসহ দুই লাখ টাকার মাল চুরি হয় বলেও তিনি জানান।
চুরির ঘটনায় মন্দিরের সভাপতি অমল দাস আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, মন্দিরে চুরির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।