প্রবল বৃষ্টিতে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত

Looks like you've blocked notifications!
তিন দিনের টানা প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি সদরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ছবি : এনটিভি

তিন দিনের টানা প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়াসহ বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। এ ছাড়া শহরের সিঙ্গিনালাসহ বেশ কয়েকটি পাড়ার শতাধিক বাড়িঘরে কোমর পর্যন্ত পানি উঠেছে। 

এ দিকে বর্ষণ অব্যাহত থাকায় চেঙ্গী ও মাইনী নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

অন্যদিকে প্রবল বর্ষণে ডিসি বাংলো পাহাড়, সবুজবাগ, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আর এক কারণে শহরের বিভিন্ন সড়কে যোগাযোগ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। 

পরে পৌরসভা কর্তৃপক্ষ সড়ক থেকে মাটি সরিয়ে নিলে যাতায়াত স্বাভাবিক হয়। টানা বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্লাবিত এলাকার বাসিন্দাদের।