হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম বিচারপতি দিয়ে তদন্তের দাবি নোমানের
হাওরে বাঁধ নির্মাণ নিয়ে অনিয়মের বিষয়টি তদন্তে বিচারপতিকে দিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন বিএনপির ত্রাণ কমিটির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
সোমবার বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে বিএনপির পক্ষে ত্রাণ বিতরণকালে নোমান এ দাবি জানান। এ সময় তিনি অভিযোগ করেন, ওপর থেকে যে ত্রাণ আসছে তা স্তরে স্তরে দুর্নীতি হচ্ছে। এর মধ্যস্বত্বভোগী কারা সেটাও খুঁজে বের করা দরকার।
বানিয়াচং উপজেলার প্রত্যন্ত এলাকা মুরাদপুর বাজারে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকদের মধ্যে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। ১০০ জন ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ও বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ প্রমুখ।