ডিজিটাল দিনাজপুর কমিউনিটির উদ্বোধন
দিনাজপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ডিজিটাল দিনাজপুর কমিউনিটির উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী তাঁর সম্মেলন কক্ষে এর উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিক ইমামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. রুহুল আমিন। আইসিটি ক্লাবের আহ্বায়ক মকিদ হায়দার শিপনের সঞ্চালনায় বক্তব্য দেন আইডিইবির সহসভাপতি প্রকৌশলী সহিদুল ইসলাম, রাফুসফ্টের সিইও রাফায়েত হোসেন রাফু, আইনজীবী শামসুর রহমান পারভেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রাহেনুল ইসলাম, লিবারেটরস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ কে এম জিয়াউল হক, পরিবেশ ক্লাবের আহ্বায়ক ও কেবিএম কলেজের প্রভাষক বন্দে আলী মিয়া জেন্টেল।
ডিজিটাল দিনাজপুর কমিউনিটির আলোচ্য বিষয় ছিল- ডিজিটাল দিনাজপুর, দুরন্ত বাজার ডটকম, এসইভ্যানিলা ডটকম, জিরো বই ডটকম, অনলাইন স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং স্কুল ম্যানেজমেন্ট স্মার্টফোন অ্যাপ।
ডিজিটাল দিনাজপুর কমিউনিটি জেলার সর্বস্তরের ডিজিটালকরণের সব প্রয়োজনীয় উদ্যোগ, ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে বেকার সমস্যা দূরীকরণ প্রকল্প বাস্তবায়ন করবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও প্রতিষ্ঠানের অনলাইন স্কুল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম অতি স্বল্পমূল্যে করে দেওয়া, প্রত্যন্ত অঞ্চলসহ সব স্থানের হস্ত ও কুটির শিল্পকে দেশের সর্বত্র এবং বিদেশে ছড়িয়ে দেওয়া প্রভৃতি।