অনশন চলছে, অসুস্থ তিনজনের স্যালাইন চলছে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/11/photo-1423660356.jpg)
উপাচার্যের অপসারণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমর্চারীদের আমরণ অনশন কর্মসূচির চতুর্থ দিন চলছে আজ। দুই শিক্ষকসহ তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় দুইদিন ধরে তাঁদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।
গত রোববার রাত থেকে ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ির সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কমর্চারীদের ৫০ জন। এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধান এবং রসায়ন বিভাগের শিক্ষক তারিকুল ইসলামসহ তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এঁদের মধ্যে অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র শাজাহানের অবস্থা গুরুতর হলে সোমবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এদিকে সকালে উপাচার্যের অপসারণ, ভর্তি পরীক্ষা গ্রহণসহ কয়েকটি দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচল অবস্থায় উদ্বিগ্ন হয়ে নাগরিক সমাজ ও সচেতন এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করে জনস্বাস্থ্য অধিকার আন্দোলন নামে একটি সংগঠন।
আমরণ অনশনের চতুর্থ দিন চললেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কেউ সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেয়নি।