নামাজ পড়তে বের হয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র
ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে গত চারদিন ধরে নিখোঁজ রয়েছেন মো. নোমান ওরফে বাঁধন (১৮) নামের এক মাদ্রাসাছাত্র।
গত রোববার রাতে শহরের হাজীপাড়া এলাকার একটি মসজিদে এশার নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই মাদ্রাসাছাত্র।
শহরের পীরবাড়ি এলাকার হাজীপাড়ার মো. আবদুল মান্নানের ছেলে বাঁধন। তিনি ওই এলাকায় দারুল আহকাম আল ইসলামিয়া মাদ্রাসায় পড়তেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, হালকা-পাতলা শারীরিক গড়নের যুবক বাঁধনের উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। তাঁর গায়ের রং ফর্সা। তিনি কথাবার্তা কম বলেন। রোববার রাতে নিখোঁজ হওয়ার পর থেকে মসজিদের আশপাশের এলাকা, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধবের বাড়িতে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
বাঁধনের বাবা মো. আবদুল মান্নান জানান, হারিয়ে যাওয়ার সময় বাঁধনের পরনে ছিলো নীল রঙের জুব্বা ও সবুজ রঙের ট্রাউজার। কেউ তাঁর সন্ধান পেলে ০১৮২৯১০৮৬৯৪, ০১৭৩৮২০১৬৮৭, ০১৭১২২৬৭৮২৮ নম্বরে খবর দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, জিডির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।