হঠাৎ বন্যায় কক্সবাজার-টেকনাফ যোগাযোগ বিচ্ছিন্ন

তিন দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট হঠাৎ বন্যায় কক্সবাজার-টেকনাফ সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মহাসড়কের লিংক রোড, রামুসহ কয়েকটি পয়েন্টে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
কক্সবাজারের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। পাহাড়ি ঢলের পানিতে জেলার রামু, চকরিয়া, সদর, পেকুয়া, টেকনাফসহ আট উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছে লাখো মানুষ। জেলার বাঁকখালী, মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গতকাল বুধবার রাত থেকে এ বন্যা হয়।
কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় পাহাড়ের মাটি ও গাছ সড়কের ওপর ধসে পড়ায় ওই সড়কেও যান চলাচল ব্যাহত হচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম-কক্সবাজার সড়কের রামু-মরিচ্যা এলাকা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ওই সড়কেও আজ দুপুর থেকে যান চলাচল বন্ধ রয়েছে।