চালের কৃত্রিম সংকট তৈরি করছে কিছু অসাধু : খাদ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
সিলেটে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ছবি : এনটিভি

কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কৃত্রিম সংকট তৈরি করে চালের মূল্য বৃদ্ধি করছেন বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার রাজধানীর খাদ্য ভবনে চালকল মালিকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে খাদ্যমন্ত্রী এ কথা জানান। তিনি আরো বলেন, বাজারে চালের সংকট না থাকলেও দাম কমায় আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।

কামরুল ইসলাম বলেন, সরকারের কাছে এখনো প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। এ ছাড়া হাওর অঞ্চলের ধান নষ্ট হলেও বোরো মৌসুমে প্রায় এক কোটি ৮০ লাখ টন চাল উৎপাদনের আশা করছে খাদ্য মন্ত্রণালয়। যা দেশের চাহিদা মেটাতে যথেষ্ট বলে জানান খাদ্যমন্ত্রী।

তবে সংকট না থাকলেও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে চাল আমদানির ওপর শুল্ক প্রত্যাহারের প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে খাদ্যমন্ত্রী বলেন, সাময়িকভাবে যে সংকট তৈরি হয়েছে তা মোকাবিলা করতেই এই প্রস্তাব দেওয়া হয়েছে।