হেরোইন বিক্রির দায়ে একজনের যাবজ্জীবন সাজা
হেরোইন বিক্রির দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন পাবনার একটি আদালত। জেলা ও দায়রা জজ ওবায়দুস সোবহান আজ বৃস্পতিবার বিকেলে আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। এ ছাড়া দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানার অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সরকারপক্ষের আইনজীবী আখতারুজ্জামান মুক্তা এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত সরোয়ার হোসেন (৩৪) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বারইপাড়া রেল বাজারের বাসিন্দা।
মামলার বিবরণীতে বলা হয়, ২০১৩ সালের ৫ মে সরোয়ার রাজশাহী থেকে হোরোইন বিক্রির জন্য পাবনা আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের গাছপাড়া এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে তাঁকে গ্রেপ্তার করে।
মামলায় ১১ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আজ বিচারক এ রায় ঘোষণা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আব্দুল হামিদ।