সাতকানিয়ায় অস্ত্রসহ ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/26/photo-1435321879.jpg)
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মীর্জাখিল এলাকা থেকে আজ শুক্রবার হত্যা মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ইমতিয়াজ হোসেন মানিক। তিনি জামায়াতে ইসলামীর ক্যাডার বলে পুলিশ দাবি করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ জামায়াত ক্যাডার ইমতিয়াজ হোসেন মানিককে গ্রেপ্তারকে করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ থানায় তিনটি মামলা রয়েছে।
ওসি ফরিদ উদ্দিন খন্দকার আরো জানান, একাধিক হত্যা মামলার আসাসি মানিকের ঘরে অস্ত্র আছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় পুলিশ। এ সময় দুটি এলজি, একটি ওয়ান শ্যুটার রাইফেল, কার্তুজ, কিরিচ, অত্যাধুনিক ছুরি, চাপাতি, ইয়াবা ও গাঁজা জব্দ করে পুলিশ।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ইমরোজ তারেক বলেন, গ্রেপ্তার হওয়া ইমতিয়াজ হোসেন মানিক জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী। তাঁর বিরুদ্ধে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা, নাশকতা ও পুলিশের ওপর হামলাসহ তিনটি মামলা রয়েছে।