বাসে ট্রেনের ধাক্কা, আকিজের ২ শ্রমিক নিহত

Looks like you've blocked notifications!

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ইঞ্জিন আকিজ জুট মিলের শ্রমিকদের বহনকারী একটি বাসে ধাক্কা দিলে দুই শ্রমিক নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।

গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার তালতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের নূরজাহান ও কদ বানু।

পুলিশ জানায়, রাতে কাজ শেষে অভয়নগরের আকিজ জুট মিলের শ্রমিকদের নিয়ে একটি বাস তালতলা এলাকা হয়ে শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। একই সময় রেলের একটি ইঞ্জিন খুলনা থেকে যশোরের দিকে যাচ্ছিল।

তালতলা রেলক্রসিংয়ে বাসটিকে ধাক্কা দেয় রেলের ইঞ্জিন। এতে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

আহতরা অভিযোগ করেন জানান, তালতলা রেলক্রসিংয়ে হাসান আলী নামের একজন গেটম্যান দায়িত্ব পালন করেন। কিন্তু দুর্ঘটনার আগে-পরে তাঁকে ওই এলাকায় দেখা যায়নি। গেট খোলা দেখে বাসচালক নির্দ্বিধায় রেলক্রসিং পার হতে থাকেন।