নীলফামারীতে পোলট্রি-শ্রমিকের রহস্যজনক মৃত্যু
নীলফামারীতে সিডার পোলট্রি ফার্মের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক ডাবলু মিয়া (২৫) জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ দুরাকুটি গ্রামের সরু মামুদের ছেলে।
স্থানীয় লোকজন জানান, কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি গ্রামে সিডার পোলট্রি ফার্ম নামের একটি খামার রয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে ওই শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন বলে খামার কর্তৃপক্ষ প্রচার চালায়। এতে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়।
এলাকাবাসী জানায়, নিহত শ্রমিকের গায়ে নির্যাতনের চিহ্ন রয়েছে। পুলিশ বিকেলে ওই শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো নির্যাতন নয়, ধারণা করা হচ্ছে ওই শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।