ষাঁড়ের লড়াই নিয়ে সংঘর্ষ, স্কুলছাত্র খুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ষাঁড়ের লড়াইকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার দুই নম্বর বড়ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের আমড়াখাইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুজাত মিয়া বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত। সে অফর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আমড়াখাইর গ্রামে ফয়জুল্লাহর একটি ষাঁড় মাঠে বাধা ছিল। এ সময় একই গ্রামের আবদুল খালেকের ছেলে তার ষাঁড় নিয়ে মাঠের ষাঁড়ের সঙ্গে লড়াই বাধিয়ে দেন। খবর পেয়ে ফয়জুল্লাহ ও তাঁর লোকেরা সেখানে গিয়ে ষাঁড়ের লড়াই বন্ধ করতে বলেন। এতে তাঁদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ ঘটনার জের ধরে আজ সকালে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে একজন নিহত ও অনেকেই আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতাউর রহমান বলেন, মারামারির খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।