এ ক্ষমতার মুখে থুতু দিই: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, তাঁর আমলে মাত্র একজন মানুষ সংঘাতের কারণে নিহত হয়েছিলেন। সে দুঃখে তিনি পদত্যাগ করেছিলেন। তিনি আরো বলেন, ‘এখন প্রতিদিন কত মানুষ মারা যায় হিসাব রাখেন আপনারা? হিসাব রাখা যায় না। অগণিত।’
আজ বুধবার রাজধানীতে জাতীয় যুব সংহতির দ্বিবার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে এরশাদ বলেন, ‘একটা মানুষ মারা গিয়েছিল। ... একটা মানুষ, কেন তাকে মারা হলো পেছন দিয়ে গুলি করে? আমি ক্ষমতা ছেড়ে দিয়েছি।’
‘রাজনীতিবিদরা আজ সবচেয়ে ঘৃণ্য বস্তু। সমাজের ঘৃণ্য বস্তু। বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, শেরেবাংলাকে স্মরণ করি আমরা। শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের কেউ স্মরণ করবে না। আমাদের ঘৃণা করবে।’
বর্তমান পরিস্থিতি তুলে ধরে এরশাদ বলেন, ‘ঘরে থাকলে ক্ষুধার আগুন, বাইরে গেলে পেট্রলের আগুন। মানুষ যাবে কোথায়?’
এরশাদ আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ হয়েছিল। হানাদার বাহিনী আমাদের হত্যা করেছে। শিশুদের পুড়িয়ে মারে নাই। বাসে আগুন দিয়ে কাউকে মারে নাই। আমরা তাদের চেয়েও নিকৃষ্ট কাজ করছি। ক্ষমতার লোভে ও দ্বন্দ্বে আমরা সব ভুলে গেছি।’ তিনি আরো বলেন, ‘সংসদে বক্তৃতা শুনলে মানুষের কানে আঙুল দিতে হয়। ভদ্রতা ভুলে গেছি, শিষ্টাচার ভুলে গেছি।’
এরশাদ বলেন, ‘প্রজাতন্ত্রের মালিককে ধ্বংস করে, জ্বালিয়ে-পুড়িয়ে-মেরে আমরা ক্ষমতায় যেতে চাই। এ কোন ক্ষমতা, কিসের ক্ষমতা? এ ক্ষমতাকে ধিক্কার দিই। এ ক্ষমতার মুখে থুতু দিই।’