শেরপুরে চার লক্ষাধিক ভারতীয় রুপি উদ্ধার, আটক ২

Looks like you've blocked notifications!

শেরপুরের শ্রীবরদীতে চার লাখ ১০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া বাজার থেকে ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। এলাকাটি ভারতীয় সীমান্তের কাছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা মুদ্রাপাচারের সঙ্গে জড়িত।

আটক ব্যক্তিরা হলেন আতিকুর রহমান (৪২) ও রমজান আলী (৪০)। পুলিশ জানিয়েছে, তাঁরা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বাসিন্দা।

আজ শুক্রবার উভয়কে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত ওই দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, ‘আটক ব্যক্তিরা সংঘবদ্ধ মুদ্রাপাচারকারী দলের সদস্য। শ্রীবরদী উপজেলাসংলগ্ন জামালপুর জেলার ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে তারা মুদ্রা পাচার করে থাকে। তাদের কাছে ভারতীয় মুদ্রা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি।’

এদিকে স্থানীয় বেশ কয়েকটি সূত্রে জানা যায়, শ্রীবরদী উপজেলার পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জের কামালপুর স্থলবন্দরকে কেন্দ্র করে চলছে মুদ্রাপাচারের ব্যবসা। ডলার, রুপি এবং বাংলাদেশের টাকার অবৈধ লেনদেন হচ্ছে এই সীমান্তপথে। এই ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বেশ কয়েকটি চক্র।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি বলেন, ‘আমাদের কাছেও এমন সংবাদ আছে। আর সেই সংবাদের ওপর ভিত্তি করেই মুদ্রাপাচারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে।’