জলাবদ্ধ সেপটিক ট্যাংকে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের রাজৈর উপজেলায় জলাবদ্ধ সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত আরেক শিশুকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন (২) ওই এলাকার যাচ্চু বাঘার ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনটিভি অনলাইনকে বলেন, সকালে ইয়াসিন ও একই এলাকার আনোয়ার বেপারীর মেয়ে আনিকা (২) ঘরের পাশে ড্রেনের কাছে যায়। এ সময় দুই শিশু সেপটিক ট্যাংকে পড়ে যায়।
পরে বহু খোঁজাখুঁজির পর ড্রেনের মধ্য থেকে মুমূর্ষু অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।