সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আর নেই
সিলেটের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্য বাবুল আর নেই। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সপ্তাহকাল ধরে বাবুল রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় নগরের মাউন্ট এডোরা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানেই আজ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হেমচন্দ্র ভট্টাচার্য সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা প্রধান পরিচালক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রাক্তন সভাপতি। তিনি সিলেট শিল্পকলা একাডেমি ও সিলেট শিশু একাডেমিতে দীর্ঘদিন নাটক ও আবৃত্তি প্রশিক্ষণ দিয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
এদিকে আজ বিকেল ৪টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য হেমচন্দ্র ভট্টাচার্য বাবুলের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।