কুয়াকাটায় ৬ ভারতীয় জেলে আটক
মাছ ধরার একটি ফাইবার নৌকাসহ ছয় ভারতীয় জেলেকে আটক করেছে পটুয়াখালীর কুয়াকাটা নৌ-পুলিশ। আজ শনিবার দুপুরে ইঞ্জিনের জ্বালানি ফুরিয়ে যাওয়া নৌকাটি কুয়াকাটা ঝাউবনসংলগ্ন সাগরে ভেসে এলে ওই জেলেদের আটক করা হয়। এঁদের মধ্যে গুরুতর অসুস্থ একজন জেলেকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) বাদল জানান, আটক জেলেরা ইংরেজি, হিন্দি বা বাংলা কোনো ভাষা না বোঝায় তাঁদের সম্পর্কে বিস্তারিত এ মুহূর্তে জানা সম্ভব হয়নি। তবে তাঁদের কাছে ভারতের অন্ধ্রপ্রদেশের একটি পরিচয়পত্র রয়েছে। এসব কারণে তাঁদের অন্ধ্রপ্রদেশের লোক হিসেবেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, আটক জেলেদের বয়স ৩২ থেকে ৪৫ বছরের মধ্যে। ধারণা করা হচ্ছে, এঁরা তেলেগু ভাষায় কথা বলছেন। আটক ব্যক্তিদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।