সড়ক পরিবহন আইন সংশোধনসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবিতে আজ রোববার কুড়িগ্রামে জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। ছবি : এনটিভি

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ সাত দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

আজ রোববার দুপুরে শহরের ডাক বাংলাপাড়ায় জেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের কার্যকরী সভাপতি মো. মকবুল হোসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সহসভাপতি আব্দুল হাকিম, আয়নাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অর্থ সম্পাদক রাম কৃষ্ণরায়, দপ্তর সম্পাদক রুহুল আমিন, কল্যাণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সড়ক সম্পাদক আশরাফ আলী।

সংবাদ সম্মেলনে বক্তারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা  করার নামে সড়ক-মহাসড়কে হয়রানি বন্ধ, গাড়ির বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক খোলার সরকারি আদেশ প্রত্যাহার, মন্ত্রিসভায় অনুমোদিত নতুন সড়ক পরিবহন খসড়া আইন প্রত্যাহার, ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধ করার দাবি জানান। এ ছাড়া নতুন ড্রাইভিং লাইসেন্স সহজে দেওয়ার দাবিও জানানো হয়।