পদ্মা নদীর ভাঙন রোধের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

পদ্মা নদীর ভাঙন রোধের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
নদী ভাঙনের তীরবর্তী মিজানপুর, বরাট ও দাদশী ইউনিয়নবাসীর উদ্যোগে এ বিভোক্ষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে একটি বিক্ষোভ মিছিল বরাট বাজার থেকে শুরু হয়ে রাজবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়।
বিভোক্ষ সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতিশংকর ঝন্টু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম।
সমাবেশে বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনে গত এক যুগ ধরে রাজবাড়ী সদরের মিজানপুর, বরাট ও দাদশী ইউনিয়নের হাজার হাজার মানুষ সর্বস্বান্ত হয়েছে। জরুরি ভিত্তিতে এ ভাঙন রোধে এখনই কার্যকরী পদক্ষেপ না নিলে রাজবাড়ী শহরকেও রক্ষা করা কঠিন হয়ে পড়বে।
নদী ভাঙনের হাত থেকে এলাকাবাসী ভিটেমাটি, শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষার জন্য সরকারের কাছে দাবি জানান। সমাবেশ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।